খেলার মাঠে ধানের চারা রোপন করে প্রতিবাদ
জলাবদ্ধতার নিরসনে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে ধানের চারা রোপন করে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
সোমবার দুপুরে এ ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ ছাত্র-ছাত্রীরা ওই কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ছাত্র-ছাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না। বৃষ্টির পানি জমে থাকায় কলেজের ওই মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলাও করতে পারে না।
এ ব্যাপারে গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘শিগগিরই কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে।’
মন্তব্য চালু নেই