মোবাইল জ্যামারসহ তিন জঙ্গি গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে মোবাইল জ্যামারসহ তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের আটক করা হয়।
আজ রবিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল এসএমএসে এ তথ্য জানানো হয়।
ডিএমপির এসএমএসে জানানো হয়, গতকাল শনিবার ওই তিনজনকে গ্রেপ্তার করে ডিবি (দক্ষিণ)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, মোবাইল জ্যামারসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উত্তরা জোনের ডিসি দিদার আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করা হবে।
মন্তব্য চালু নেই