পাকিস্তানিসহ মানবপাচারকারী চক্রের ছয় সদস্য আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক পাকিস্তানিসহ জাল মুদ্রা ও মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে এক কোটি টাকার ভারতীয় জাল রুপি, ৬ লাখ ২৪ হাজার বাংলাদেশি টাকা, বিপুল পরিমাণ ইউএস ডলার, পাকিস্তানি রুপি, আরব আমিরাতের দিরহাম, সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে ২১টি বিভিন্ন দেশের পাসপোর্ট ও ভুয়া সিলও জব্দ করা হয়। তাদের নামপরিচয় জানা যায়নি।

শুক্রবার দুপুর ১২টায় র‌্যাব সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম শাখা) রুম্মন মাহমুদ জানিয়েছেন।



মন্তব্য চালু নেই