রাজস্থানের প্রেমে মশগুল সানি
বলিউড তারকা সানি লিওন এবার ভারতের রাজস্থানের প্রেমে পড়েছেন। মূলত মরুভূমির দেশ খ্যাত রাজস্থানে ববি খান পরিচালিত ‘লীলা’ ছবির শুটিং চলছে। ছবিটিতে আবেদনময়ী খোলস ছেড়ে ভিন্নরূপে হাজির হচ্ছেন সানি। আর এই ছবির শুটিং করতেই তিনি এখন রাজস্থানে অবস্থান করছেন।
এতকিছু থাকতে রাজস্থান কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সানি জানান, ভারতে এসে প্রথমবার এত সুন্দর জায়গা দেখলেন৷ সেখানকার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলির প্রতি আকৃষ্ট হয়েছেন তিনি৷ অন্যান্য সময় শ্যুটিং-র ক্ষেত্রে সারাক্ষণ ছবির কাজেই ব্যস্ত থাকতে হয়। তাছাড়া এখানে বেড়াতে আসা ভ্রমণকারীদের বেশ পছন্দ হয়েছে।’
এদিকে প্রচন্ড গরমে শ্যুটিং করতে গিয়ে সানির এতটুকু কষ্ট হচ্ছে না। কারণ তিনি নাকি বিভিন্ন সময় মরু অঞ্চলে গিয়েছেন।
মন্তব্য চালু নেই