দেশে নতুন জঙ্গি সংগঠন, আটক ৬
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে ছয়জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের কয়েকটি দল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নতুন একটি জঙ্গি সংগঠনের ছয় নেতাকে আটক করেছে। তারা নতুন নামে সংগঠিত হয়ে দেশে নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ তাদের আদালতে নেওয়া হবে।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মুনতাসিরুল ইসলাম।
মন্তব্য চালু নেই