মার্শাল আর্টের জন্য ব্যাঙের প্রস্তুতি
মার্শাল আর্ট আজকাল শুধু মানুষের মধ্যেই আর সীমাবদ্ধ নেই। প্রাণিরাও এখন নিয়মিত মার্শাল আর্টের প্রস্তুতি নেয়। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। সত্যিই এমন একটা প্রাণিকে খুঁজে পাওয়া গেছে যে খুব মনযোগ দিয়ে মার্শালের প্রস্তুতি নিচ্ছে।
ইন্দোনেশিয়ায় তানতো ইয়েনসেন নামে ৩৫ বছর বয়সী এক ফটোগ্রাফার মজার কিছু ছবি তুলেছেন। সেখানে দেখা গেছে একটি ব্যাঙ দু’টি বাঁশের মাথায় উঠে মার্শাল আর্টের কসরত করছে। তিনি ব্যাঙটির এই অভিনব মজার কৌশলটি সাথে সাথেই ফ্রেমে বন্দি করে রেখেছেন।
মার্শাল আর্টের অনুশীলনকারী এটিই বোধহয় প্রথম প্রাণি। সে বাঁশের নিচ থেকে উপরে উঠছে আর নামছে। আবার মাঝে মাঝে কিছু কসরত দেখাতেও বাকি রাখেনি।
মন্তব্য চালু নেই