সাংবাদিকদের ওপরও হামলা চালিয়েছে শ্রমিকরা
রাজধানীর তেজগাঁওয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের পাশপাশি সাংবাদিকদের ওপরও হামলা চালিয়েছে। হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
রোববার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাতে গেলে সোয়া ২টার দিকে শ্রমিক-পুলিশ সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সাংবাদিকদের ওপরও হামলা চালায়।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন যমুনা টিভির ক্রাইম রিপোর্টার কামরুল ইসলাম ও বাংলাভিশনের ক্রাইম রিপোর্টার ফয়েজ। এ ছাড়া, বৈশাখী, চ্যানেল নাইন, রাইজিংবিডি, জাগো নিউজের সাংবাদিকের ওপরও হামলা হয়েছে।
শ্রমিকরা সাংবাদিকদের চড়-থাপ্পর মারে এবং তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, সাংবাদিকরা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মেয়র আনিসুল হক সাংবাদিকদের ভাড়া করে নিয়ে এসেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিয়েছে। শ্রমিকরা দুটি বড় কাভার্ড ভ্যান দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। তারা তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদ এলাকায় অবস্থান নিয়েছেন।
মন্তব্য চালু নেই