জয়পুরহাটে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরের ঘটনায় ভাসুরের ৬মাসের কারাদন্ড
জয়পুরহাটে মা-বাবা ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করার অভিযোগে সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের শাহিনুর ইসলাম (২৭) নামে এক মাদকাসক্ত যুববকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসনের দায়িত্বরত নির্বাহী হাকীম আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন।দন্ডাদেশপ্রাপ্ত যুবক বানিয়াপাড়া গ্রামের নাসির হোসেনের বড় ছেলে ও জয়পুরহাট-ঢাকা রুটের বাস শ্রমিক।
এ ব্যাপারে জেলার জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, শুক্রবার দুপুরে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত শাহিনুর তার মা-বাবা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বেদম মারপিট করে।
এ ঘটনায় গ্রামবাসী ও পরিবারের সদস্যরা তাকে আটক রেখে পুলিশের নিকট তুলে দেন।পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ১৯৯০সালের মাদক দ্রব্য নিয়নন্ত্রণ আইনের ২৬ধারায় ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেন।
মন্তব্য চালু নেই