নিজেকে মাস্তান বললেন আনিসুল হক
নিজেকে মাস্তান উল্লেখ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘মেয়র এখন মাস্তান হয়ে গেছে। তাকে ইউজ করুন।’
বৃহস্পতিবার রাজধানী ঢাকার বনানীর বি ব্লকের ১৮ নম্বর রোডের বনানী ক্লাব ফিল্ডে নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে একশনএইড বাংলাদেশ এ অনুষ্ঠানে নির্বাচিত মেয়র আনিসুল নিজেকে এভাবেই তুলে ধরলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারী পক্ষের মেম্বর ইউএম হাবিবুন্নেসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক শাহনাজ হুদা, বেসরকারি সংগঠন নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, জাহিদা ইস্পাহানী ও সিডো’র সাবেক চেয়ারপারসন সালমা খান প্রমুখ।
আনিসুল হক বলেন, ‘আইন আছে। শুধু দরকার আইনের কঠোর প্রয়োগ। আইনকে শক্তভাবে ধরার কারণে স্বল্প সময়ে অনেক কাজ করা সম্ভব হয়েছে। একারণে বলা যায় মেয়র এখন মস্তান।’
ঢাকা উত্তর সটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে যে সব কাজ করা হয়েছে এবং যে সব কাজ চলমান রয়েছে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরে মেয়র আনিসুল হক।
তিনি বলেন, ‘মহানগরকে বর্জ্যমুক্ত করার জন্য প্রতি ওয়ার্ডের ৭২টি স্থানে বর্জ্য শোধনাগার নির্মাণ করা হচ্ছে। আগামী মার্চ মাসের মধ্যে এ সব বর্জ শোধনাগার স্থাপনের কাজ শেষ হয়ে যাবে। জুন মাসের পর বর্জ্য নিষ্কাশনের জন্য রাস্তায় বড় বড় কন্টেইনার দেখা যাবে না।’
মেয়র আনিসুল হক বলেন, ‘নিরাপদ ঢাকা বাস্তবায়নের জন্য গুলশান, বনানী ও বারীধারায় বর্তমানের ১০০টির স্থলে নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন ১০০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় তহবিল জোগাড় করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য উত্তর সিটি করপোরেশন পুলিশের জন্য একটি কন্ট্রোল রুম করে দেবে।’
তিনি বলেন, যানজট মুক্ত করার জন্য মে-জুন মাসের মধ্যে সাড়ে ৩৪ কিলোমিটার সড়ককে একমুখী করা হবে। এতে সড়কগুলো অনেকটাই যানজট মুক্ত হবে। ঢাকার রাস্তায় আগামী ৩ বছরের মধ্যে ৩০০০ নতুন অত্যাধুনিক এসি ও নন এসি বাস নামানো হবে। এ জন্যও প্রয়োজনীয় তহবিল জোগাড়ের চেষ্টা চলছে। বাসের ভিতরে যাতে ধাক্কা দিয়ে টিকেট করা না লাগে তার জন্য মর্ডান টিকেটিং ব্যবস্থার পত্তন করা হবে। এ সব ব্যাপারে বাস মালিকদের সঙ্গে সন্তোষজনক কথা হয়েছে।’
ক্লিন ঢাকা, সবুজ ঢাকা, যানজট মুক্ত ঢাকা ও নারী নির্যাতন মুক্ত ঢাকা গড়ার জন্য উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে অনেকগুলো কাজ বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া অনেকগুলো কাজ বাস্তবায়নের পথে রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।
মন্তব্য চালু নেই