বিভাগীয় কমিশনারের ব্যস্ত সময় সাতক্ষীরা সফরে

সাতক্ষীরায় মাধ্যমিক স্তরের শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা:
‘শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক স্তরের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম টুকু, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান। এসময় জেলার সকল উপজেলার শিক্ষক সমিতি সভাপতি, সাধারন সম্পাদক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক পল্টু বাশার ও মঞ্জুরুল হক।

সুধীজন,প্রেস ও মিডিয়ার সাথে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার আবদুস সামাদ:
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ বলেন, “সাতক্ষীরা আমার দ্বিতীয় জন্মভূমি। সাতক্ষীরাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। চাকরি জীবনে আমি সেখানেই যাই না কেন, সাতক্ষীরার কথা আমার মনে থাকবে। সাতক্ষীরার মাটি ও মানুষের সাথে আমি ব্যক্তি জীবনে মিশে গেছি। সাতক্ষীরার বিভিন্ন উন্নয়নে আমার পক্ষ থেকে সহযোগিতা অব্যহত থাকবে। সাতক্ষীরায় বেতনা নদী খনন করা আমার স্বপ্ন ছিল। এছাড়া কপোতাক্ষ নদ খননের জন্য সাতক্ষীরা-যশোরের মধ্যবর্তী স্থানে একটি মতবিনিময় করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আমি যখন সাতক্ষীরার জেলা প্রশাসক ছিলাম সাতক্ষীরার মানুষের কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছিলাম। সাতক্ষীরার উন্নয়নে এখনও অনেক কাজ বাকি রয়েছে আপনাদের সহযোগিতা পেলে সেগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা সম্ভব হবে। বিশেষ করে ভোমরা স্থল বন্দর আরো গতিশীল করতে হবে। জলাবদ্ধতা সাতক্ষীরার প্রধান সমস্যা। এ জন্য জলাবদ্ধতা নিরসনে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে এবং কপোতাক্ষ,বেতনা,শালিখা নদী পুনঃখনন করতে হবে। এছাড়া সাতক্ষীরা শহরের সৌন্দর্য্য বৃদ্ধিতে একটি শিশু পার্ক, খুলনা রোড় মোড়ে একটি মুক্তিযুদ্ধের স্থাপত্য এবং মান্দারবাড়ীয়াকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে। সাতক্ষীরার যে নিদর্শন আছে, সুন্দর মনোভাব নিয়ে কাজ করলে সাতক্ষীরা জেলাকে শ্রেষ্ঠ জেলা হিসাবে রুপ দেয়া সম্ভব। ” বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাতক্ষীরার সুধীজন, প্রেস ও মিডিয়ার সাথে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক এম. মুনসুর আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব এম.এ জলিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আছাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল গণি, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাবেক সংসদ সদস্য (শ্যামনগর) ফললুল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এড. আবুল কালাম আজাদ, এনটিভি’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, অধ্যাপক এ.এ ফারুক, জেলা স্কাউটস এর সম্পাদক পল্টু বাশার, জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, সম্পাদক ইদ্রীস আলী, সাংবাদিক অসীম চক্রবর্তী, দৈনিক কাফেলার চিফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, ক্ষুদ্র কুটির শিল্প জেলা শাখার সভাপতি জিএম নুরুল ইসলাম, বিএম সিরাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল জলিল, রেজাউল ইসলাম, জেলা সাংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক হেনরী সরদার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর এড. ওসমান গণি, অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ এনামুল হক, সাবেক পৌর মেয়র শেখ আশরাফুল হক, দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার ও মাসিক সাহিত্যপাতার সম্পাদক মোঃ আব্দুর রহমানসহ সুশীল সমাজ ও স্থানীয় প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিবি খাজিদা ও মনিরা খাতুন।

মায়ের বাড়ী মন্দির পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার:
পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ী মন্দির পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ ও জেলা প্রশাসক নাজমুল আহসান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলা মন্দির পরিদর্শন শেষে মন্দির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মন্দির সমিতির সভাপতি বাবু বিশ্বনাথ ঘোষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ রাশেদুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান প্রমুখ। এসময় বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মনোরঞ্জন মুখার্জী, বিশ্বজিৎ সাধু, স্বপন কুমার শীল প্রমুখ। এসময় খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ ও জেলা প্রশাসক নাজমুল আহসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মন্দির সমিতির সাধারন সম্পাদক নয়ন কুমার সানা। অপরদিকে রাত ৯টায় পুরাতন সাতক্ষীরা শ্যামসুন্দর মন্দিরে পরম পুরুষ কৃষ্ণ দাশের সভাপতিত্বে ও অসীম চক্রবর্তীর সঞ্চালনায় ৫০ জন সুধিসমাজ ও প্রবিবন্ধীদের পোষাক সামগ্রী প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহন করেন বিভাগীয় কমিশনারসহ অতিথিবৃন্দ।



মন্তব্য চালু নেই