২৭ বছর পর নড়াইলে যাচ্ছেন এরশাদ

দীর্ঘ ২৭ বছর পর নড়াইল আসছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। ১৯৮৮ সালের পর এই প্রথম তিনি সেখানে যাচ্ছেন। এ উপলক্ষ্যে কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ যেমন উজ্জ্বিবিত। তেমনি জাতীয় পার্টির কর্মী সমর্থকরাও নেতার দিক নির্দেশনা শুনতে অপেক্ষা করছেন।

রোববার নড়াইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেবেন এরশাদ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফ মুনীর হোসেন জানান, দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে জাতীয় পার্টি আবারও চাঙ্গা হয়ে উঠছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সম্মেলনের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।

তিনি জানান, ২০১০ সালের ১০ অক্টোবর জেলা জাতীয় পার্টির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার জাতীয় পার্টির নড়াইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন সাবেক রাষ্ট্রপতি ও দলের চেয়ারম্যান এইচএম এরশাদ।

সম্মেলনে আরও উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু এমপি, পানি সম্পদমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল ইসলাম মাহমুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই