জয়পুরহাটে ভটভটি উল্টে ২জন নিহত ও আহত-৮

জয়পুরহাটের ক্ষেতলার উপজেলার বড়তারা ইউনিয়নের ‘খড়িকাটা’ নামক স্থানে গতরাত শ্যালো ইঞ্জিন চালিত যাত্রীবাহি একটি ভটভটি (নসিমন) উল্টে অছিম উদ্দিন(৫৫) ও তোফাজ্জল হোসেন(৬৭) নামে দুই ভটভটি যাত্রী নিহত ও ভটভটিটির আরও ৮যাত্রী আহত হন।

গত রাত (বৃহস্পতিবার রাত ) ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অছিম উদ্দিন একই উপজেলার আফলা পাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে এবং তোফাজ্জল হোসেন মৃত জহির উদ্দিনের ছেলে।

আহত ৮জনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত সকলের বাড়ি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আফলা গ্রামে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (গতরাত) রাত ৩টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামে অনুষ্ঠিত ওরশ শরীফ থেকে নিজ বাড়িতে ফেরার পথে ক্ষেতলার উপজেলার খড়িকাটা- নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে ভটভটি উল্টে এ দুঘটনাটি ঘটে।



মন্তব্য চালু নেই