কোরবানির ঈদ ৬ অক্টোবর
আগামী ৬ অক্টোবর দেশে উদযাপিত হবে ঈদুল আজহা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছে। সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান আগামী ৬ অক্টোবর ঈদ হবে বলে জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার জিলক্বদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শনিবার থেকে জিহলজ মাস শুরু হবে। সে মোতাবেক ১০ জিলহজ বা ৬ অক্টোবর সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।’
সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তউসির আহমেদসহ চাঁদ দেখা কামিটির সদস্যরা।
মন্তব্য চালু নেই