সাতক্ষীরার কলারোয়ায় আন্ত: প্রাথমিক বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা

সাতক্ষীরার কলারোয়ায় আন্ত: প্রাথমিক বিদ্যালয় সমাপনী মান উন্নয়ন বিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা সরকারি প্রাইমারি স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয।
প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, আলমগীর হোসেন, জাকির হোসেন, হারুনুর রশিদ ও নাজমুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলদি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক।
কুইজ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মজিবর রহমান, তহমিনা পারভীন লিলি ও বিলকিস বানু।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মাস্টার আব্দুল ওহাব মামুন ও অনুপ কুমার ঘোষ।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে কাদপুর, মদনপুর ও হিজলদি সরকারি প্রাইমারি স্কুল।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন চান্দুড়িযা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আসাদুর রহমান সেন্টু।



মন্তব্য চালু নেই