কলারোয়ার ফাতেমা বেগম হাইস্কুলের প্রতিষ্ঠাতার মাতার ইন্তেকাল
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্স ফাতেমা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের মাতা মোছা. ফাতেমা বেগম ইন্তেকাল করেছেন। ৯৫বছর বয়সে বার্ধক্য জনিত কারণে শুক্রবার দুপুরের দিকে ব্রজবক্সার নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)।
শনিবার সকালে বাড়ি চত্বরে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে অন্যদের মধ্যে অংশ নেন সাবেক এমপি বিএম নজরুল ইসলাম, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আ.হামিদ, মরহুমার পুত্র ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী ইমাম হোসেন, ফাতেমা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, কলারোয়া পাইলট হাইস্কুলের শিক্ষক এমএ ফারুকসহ অনেকে।
নামাজে জানাজা পরিচালনা করেন হাফেজ নুরুল ইসলাম।
ফাতেমা বেগমের মৃত্যুতে তাঁর নামে প্রতিষ্ঠিত হাইস্কুলের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য চালু নেই