আগামী জুলাই থেকে নতুন বেতন স্কেল বাস্তবায়ন

পে-কমিশনরে প্রস্তাবনা অনুযায়ী আগামী অর্থবছরের জুলাই থেকে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও সাধারণ বীমা করপোরেশনের ২০ কোটি টাকার লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘যে পে-কমিশন গঠ্ন করা হয়েছে, তারা আগামী ডিসেম্বরে প্রস্তাবনাগুলো জমা দেবে। প্রস্তাবনার ভিত্তিতে বলা যাবে চলতি অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা যাবে কিনা। তবে আগামী জুলাই থেকে সেটা অবশ্যই বাস্তবায়ন করা হবে। কারণ এটা বাজেট সংশ্লিষ্ট। প্রস্তাবনা পাওয়ার আগেই বলা যাচ্ছে না এটা কি রকম হবে।’

আইএমএফ এর কাছ থেকে ইসিএফ ঋণ সুবিধার মেয়াদ বাড়ানো হবে কিনা এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা বলে দিয়েছি, আমরা বাড়ানোর পক্ষে না। কারণ ইসিএফ-এ যে টাকা দেবে এ টাকা তারা এমনিতেই দেবে।’

আগামীকাল বুধবার অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এ সফরে বিশ্বব্যাংকের সঙ্গে কী আলোচনা হতে পারে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে বৈঠক করবো। পাঁচশ মিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইব।’



মন্তব্য চালু নেই