২৮ সেপ্টেম্বরের মধ্যে বোনাস
পবিত্র ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে আগামী ২ অক্টোবরের মধ্যে দেশের সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ২৮ সেপ্টেম্বরের মধ্যে বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।
রোববার সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৈঠকে বিজিএমএইএ, বিকেএমইএ, বিটিএমএ নেতরাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুন্নু জানান, আগামী ২৮ সেপ্টেম্বরে মধ্যে শ্রমিকদের উৎসব ভাতা পরিশোধের জন্য সব গার্মেন্টস মালিকদের অনুরোধ জানিয়েছেন তিনি। বৈঠকে মালিকরা এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।
এছাড়া, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য ব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী। শিল্প পুলিশ গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে টাকা আনা-নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানান তিনি।
গতবারে চেয়ে এবার শ্রমিকরা ঈদ ও পূজা ভালোভাবে করতে পারবে বলে আশা প্রকাশ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
ঈদ ও পূজায় ঘরমুখো মানুষের বাড়ি যেতে যেন অতিরিক্ত যানজটের সৃষ্টি না হয় সে জন্য গার্মেন্টস কারখানারগুলো পর্যায়ক্রমে ছুটি দেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মন্তব্য চালু নেই