‘কেমন আছি, বুঝতে পারছি না’
হাত ও মাথার ক্ষত শুকাতে শুরু করলেও দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না শুদ্ধস্বর কার্যালয়ে হামলায় আহত রণদীপম বসু।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় কেবিনে কথা হয় তার সঙ্গে।
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এসেছিলেন, তাই সাংবাদিকরাও সুযোগ পেয়ে যান কেবিনে ঢোকার। একে একে তার সঙ্গে আহত তিন জনের কেবিনে যান এই প্রতিবেদক।
শয্যায় শুয়ে থাকা অবস্থায় রণদীপমের পাশে দাঁড়াতেই একটু নড়ে-চড়ে উঠেন। আধখোলা চোখে তাকালেন; ঠোট কাঁপছিল।
পরিচয় দিয়ে কেমন আছেন জানতে চাইতেই মুখের দিকে তাকালেন। খুব নিচু শব্দে বললেন, “কেমন আছি, বুঝতে পারছি না। কখন যে কেমন লাগছে, তা উপলব্ধিও করতে পারছি না।”
শনিবার দুপুরে লালমাটিয়ায় ওই হামলায় তিনি ছাড়াও আহত হন শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল ও তারেক রহিম।
তারাও আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে।
রণদীপমের হাত ও মাথায় ব্যান্ডেজ। গলার নিচেও জখম রয়েছে। বাম হাতের ব্যান্ডেজ দেখিয়ে বলেন, “ভয় হয়, কখন যে কী হয়?”
সেদিনের ঘটনা জানতে চাইলে কোনো কথা না বলে কিছুক্ষণ চুপ করে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে চোখও বন্ধ করে ফেলেন।
পাশে বসে থাকা বন্ধু প্রভাস দাশ জানান, তিন জনের মধ্যে রণদীপম ভালো আছেন। সকালে রুটি, কলা ও দুধ খেয়েছেন। স্বাভাবিক খাবার খেতে বলেছেন চিকিৎসক।
স্বাস্থ্যমন্ত্রী প্রথমেই যান রণদীপম বসুর কক্ষে; পরে তারেক ও টুটুলের কক্ষে।
তারেক রহিমের কক্ষে মন্ত্রীর ঢোকার পর দেখা গেল সবাই তাকে নিয়ে ব্যস্ত। কিন্তু কক্ষের উত্তরকোণে এক বৃদ্ধ নারী চুপ করে বসে রয়েছেন।
ওই বৃদ্ধার কাছে গিয়ে তিনি তারেকের মা কিনা জানতে চাইতেই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে শুরু করেন।
কয় ছেলে জানতে চাইলে তিনি দুই আঙ্গুল দেখান। আর কয় মেয়ে- দেখান চার আঙ্গুল। মুখে একটি শব্দও উচ্চারণ করতে পারছিলেন না তারেকের ষাটোর্ধ্ব মা।
তারেক রহিমের বড় ভাই আদিল রহিম বলেন, “তারেকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।”
তিন জনকে দেখার পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “গুরুতর আহত তিন জন রোগীকে দেখে আসলাম। তারা অনেকখানি সুস্থ আছেন।”
“যারা খুন ও হত্যার মাধ্যমের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা অবশ্যই পরাস্ত হবে। আমরা ভয়কে জয় করে এগিয়ে যাচ্ছি। বাংলার জনগণ চিরদিনই ভয়কে জয় করে এগিয়ে গেছে।”
বর্ষীয়ান এই নেতা বলেন, “আমি বিশ্বাস করি, প্রশাসন কঠোরভাবে নির্দয়ভাবে এই সমস্ত হত্যাকারী, খুনিদের দমন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
রোববার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সম্পর্কে যে মন্তব্য করেছেন সে সম্পর্কেও তার কাছে জানতে চান সাংবাদিকরা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দীপনের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। তার পরিবারের প্রতি, তার পিতা-মাতার প্রতি সকলে সহানুভূতি আছে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি।
“আমাদের যুগ্ম সম্পাদক যে কথা বলেছেন, তা প্রত্যাহার করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। এরপর তো আর কথা নেই।”
আহতদের বিষয়ে হাসপাতাল পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “টুটুলের আগেই থেকেই ডায়াবেটিস ও হার্টের সমস্যা আছে। রক্তচাপও বেশি। তার ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আশা করছি তিন জন ভালো হবেন।”
তিনি বলেন, “রণদীপম আশঙ্কামুক্ত; তারেকের অবস্থাও আগের থেকে ভালো। হাতের ব্যাপারে আগামী বৃহস্পতিবার অপারেশন থিয়েটারে নিয়ে রিভিউ করব। তার দুটো আঙ্গুল সেভ করা যায় কিনা।”
পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে জানতে চাইলে পরিচালক বলেন, “সময় লাগবে।”
নিউরো-সার্জারি বিভাগের চিকিৎসক উজ্জ্বল কুমার সাধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারেকের কোমরে বুলেট ছাড়াও, বামহাতে ৫/৬টি ও ঘাড়ে ১টি আঘাত রয়েছে। বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর গোড়ায় কোপের জখম আছে। বাম হাতের কব্জিতেও কোপের জখম রয়েছে।
“বৃদ্ধাঙ্গুল ও তর্জনী ঠিকমতে জোড়া লেগেছে কিনা তা পুনরায় অপারেশনে নিলে বোঝা যাবে।”
তিনি জানান, তারেকের ডান হাত ও মাথায়ও আঘাত রয়েছে। আর টুটুলের ডান গাল, কপাল ও মাথায় কোপের দাগ রয়েছে।
অন্যরা এখন যা পড়ছেন
প্রভাবশালীদের কথায় পুলিশ চলে না
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রভাবশালী বলে কিছু নেই, বাংলাদেশ পুলিশ কারো কথায় চলে না,বিস্তারিত
এই পুলিশ দিয়ে আমরা কী করব?
রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ ও সমালোচনা করে জাতীয় মানবাধিকারবিস্তারিত
শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ
শান্তিপূর্ণভাবে পবিত্র শবে বরাত পালন নিশ্চিত করতে ওই রাতে রাজধানীতে আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকাবিস্তারিত
৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার
বোরো মৌসুমের শুরুতে দেশের চাল ব্যবসায়ীদের কাছ থেকে ধান ও চাল কিনেছে সরকার। এবার বোরোবিস্তারিত
পারিবারিক কারণ দেখিয়ে ৫ দিনের ছুটিতে বনানী থানার ওসি
রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টিতে ডেকে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা চললেও ছুটিতেবিস্তারিত
বনানীতে ধর্ষণ মামলা: নাগালের বাইরে আসামিরা
রাজধানী ঢাকার বনানীতে রেইন ট্রি হোটেলের একটি কক্ষে অস্ত্র ঠেকিয়ে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে দায়েরবিস্তারিত
সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী আফরিদার অকাল মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আফরিদা আহমেদ (২০) নিহত হয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়বিস্তারিত
শাহ আমানতে ৬৫ লাখ টাকার সোনা জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ পিস সোনার বারসহ বেলাল হোসেন (৩৬) নামে একবিস্তারিত
বাসা ছেড়ে পালিয়েছে ‘ধর্ষক’ সাফাত
রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবেবিস্তারিত
ফেইসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল হক
নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে ফেইসবুক লাইভে আসছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি)বিস্তারিত
আমিরাতে ভিসা বিক্রির খপ্পরে বাংলাদেশি শ্রমিকরা
দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এরপরও দেশটি থেকে আসাবিস্তারিত
‘ধর্ষণ মামলা করতে যাওয়া, ধর্ষিত হওয়ার শামিল’
‘ধর্ষণের মামলা করতে গিয়ে মনে হচ্ছিল আরও কয়েকবার ধর্ষিত হচ্ছি। পুলিশ বারবার একই ঘটনা (ধর্ষণের)বিস্তারিত
ড. ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ
খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকীবিস্তারিত
‘প্রধান বিচারপতি কীভাবে বলেন আইনের শাসন নেই’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেছেন, তিনি কীভাবে বললেন দেশে আইনের শাসন নেই। বিচারবিস্তারিত
রিকশা চালিয়ে ছেলেকে পুলিশের এএসপি বানালেন বাবা
নান্দু সরকার। বয়স ষাট ছুঁই ছুঁই। এখনও মধ্যরাতে রিকশা চালান। এক বুক স্বপ্ন তার, সেবিস্তারিত
মন্তব্য চালু নেই