অ্যামনেস্টির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/11/amnesty.jpg)
মুক্তিযোদ্ধাদের নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের করা বিতর্কিত মন্তব্যে কড়া প্রতিবাদ জানাবে বাংলাদেশ। সংগঠনটির বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেয়া দরকার, সবই নেয়া হবে। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরারাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
আগামী ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩ দিনের নেদারল্যান্ডস সফরকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তযোদ্ধাদের নিয়ে যে মন্তব্য করেছে তা গ্রহণযোগ্য নয়। তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল থাকবে। এছাড়া ১৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দলও থাকবে।
এই সফরে পায়রা বন্দরের বিষয়ে ছাড়াও কৃষি গবেষণা, খাদ্য পক্রিয়াজাতকরণ, চামড়া, জাহাজ নির্মাণ শিল্প, পাট ও পাটজাত দ্রব্য নিয়ে আলোচনা হবে।
মন্তব্য চালু নেই