ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি : শিক্ষার্থীর ২ বছরের জেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তিপরীক্ষা চলাকালে মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এক পরীক্ষার্থীকে ডিভাইসসহ আটক করে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুব এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীর নাম হাসিবুল হাসান সামু। সামু নীলফামারী সরকারি কলেজ থেকে পাস করা শিক্ষার্থী।
ঢাবি ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, ‘পরীক্ষা চলাকালে তাকে সন্দেহ করে তল্লাশি চালিয়ে তার কাছে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয় যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের অধিনে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন-১৯৮০ এর ৯ (খ) ধারায় সামুকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।’
অন্যদিকে, বৃহস্পতিবার গভীররাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জালিয়াতি চক্রের ১২ জনকে আটক করা হয়।
মন্তব্য চালু নেই