দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
ভূমিকম্পের কারণে শনিবার ভোরে কেঁপে উঠলো বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল। তবে এতে ক্ষয়ক্ষতি বিশেষ কিছু হয়নি।
শনিবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের কিছু অংশে এবং ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলো।
বাংলাদেশ সীমান্তে আসাম রাজ্যের করিমগঞ্জের হাইলাকান্দিতে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ঢাকা থেকে যার দূরত্ব ২৪১ কিলোমিটার।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা রেকর্ড হয়েছে ৪ দশমিক ৮ মাত্রা। ভোর পৌনে ৪টার দিকে অনুভূত হওয়া সেই কম্পন প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড স্থায়ী ছিল।
চ্যুতিরেখায় অবস্থিত হওয়ায় বাংলাদেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চল, ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার কিছু কিছু অঞ্চল কেঁপে উঠে। এ অঞ্চল বিশ্বের ষষ্ঠ ভূকম্পপ্রবণ এলাকা বলে পরিচিত।
মন্তব্য চালু নেই