গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ৩৫

রাখী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারী-শিশুসহ কমপক্ষে ৩৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরগুনার পাথরঘাটা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী রাখী পরিবহনটি ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এ সময় কমপক্ষে নারী-শিশুসহ ৩৫ যাত্রী আহত হন।

পরে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাস যাত্রীদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন আহাম্মদ চৌধুরী জানান, আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই