টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত
টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।
প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মন্তব্য চালু নেই