একের পর এক আসছে সাপ, মানিকগঞ্জে কয়েক পরিবার বাড়িছাড়া
মানিকগঞ্জের হরিরামপুরে বিশাল আকৃতির সাপের ভয়ে কয়েকটি পরিবার বাড়িছাড়া হওয়ার পর সাপুড়ে এসেও সেই সাপ ধরতে ব্যর্থ হয়ে চলে যায়। এরপর স্থানীয়রা জোট বেঁধে সাপ তিনটি মারতে সমর্থ হলেও এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে। উপজেলার রামকৃষ্ণপুর মোড়ে আফজাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে আফজালের বাড়ির রান্নাঘরের সামনে একটি বিশাল আকৃতির সাপ দেখা যায়। বাড়ির লোকজন সরে এসে স্থানীয় সাপুড়ে নবীনকে খবর দিলে সে এসে তা জ্যান্ত ধরার সাহস না পেয়ে সরে যায়। উপায় না পেয়ে স্থানীয় লোকজন লাঠি, টেঁটা ইত্যাদি দিয়ে সাপটি মেরে ফেলতে সমর্থ হয়। এর কিছু পর একই ধরনের আরোও দুটি সাপ ঘটনাস্থলে আসে। গ্রামবাসী সেগুলোকেও মেরে ফেলে।
আফজাল হোসেন জানান, প্রতিটি সাপ প্রায় ৮ ফুট লম্বা। এলাকায় এ ধরনের আরোও সাপ থাকার আশঙ্কায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে।
প্রাণিবিজ্ঞান বিষেশজ্ঞ মুশফিকুর রহমান জানান, পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মারাত্মক বিষাক্ত এ সাপের বৈজ্ঞানিক নাম ‘ব্ল্যাক মাম্বা’। ফনা ছাড়া এ সাপ ৩/৪ ফুট উঁচু হয়ে দাঁড়াতে পারে।
মন্তব্য চালু নেই