তাজিয়া মিছিলে হামলার নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি

শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।
শুক্রবার রাতে পুরান ঢাকার হোসনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। আহত হয় শতাধিক।

































মন্তব্য চালু নেই