হুমকি থাকলে জানান : কূটনীতিকদের আইজিপি
বিদেশি কূটনীতিকদের উদ্দেশ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, ‘যদি বিদেশি নাগরিকদের ওপর সুনির্দিষ্ট কোনো হত্যার হুমকি থেকে থাকে তাহলে আপনারা পুলিশকে জানান, পুলিশ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আর কে মিশন রোড রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি। তারপরও যদি কোনো রকমের হুমকি থাকে তা হলে সেটা জানাতে হবে।’
দুই বিদেশি নাগরিক হত্যা মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘মামলার তদন্ত খুব ভালোভাবে এগোচ্ছে। তবে তদন্তের খাতিরে এ মুহূর্তে কোনো তথ্য দেয়া যাচ্ছে না।’
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সর্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে কথা বলেছি এবং মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছি। তাদের পক্ষ থেকে কোনো রকম সমস্যার কথা শোনা যায়নি। তারা বলেছেন, সম্পূর্ণ নিরাপদ ও শঙ্কামুক্তভাবে পূজা উদযাপন করছেন তারা। তারপরও শারদীয় দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি।’
মন্তব্য চালু নেই