৭দিনের ছুটির ফাঁদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম আজ সোমবার থেকে আগামী ৭ দিন বন্ধ থাকবে । তবে এ সময় ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার যথারীতি চালু থাকবে।
ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারী পরিচালক শরীফ আল আমিন জানান, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থল বন্দর ও ভারতের ঘোজা সিএন্ডএফ এ্যাসোসিয়েশন যৌথভাবে আজ সোমবার থেকে আগামী সোমবার পর্যন্ত অর্থ্যাৎ ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট সাত দিন ভোমরা স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম থেকে বিরত থাকবে বলে পৃথক ভাবেক পত্রের মাধ্যমে জানিয়েছে। তিনি আরো জানান, এ সময় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থ্কালেও ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার চালু থাকবে।
ভোমরা কাষ্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসিম ফারুখ খান মিঠু জানান, আগামী ২৫ অক্টোবর থেকে ফের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি চালু হওয়ার কথা রয়েছে।
মন্তব্য চালু নেই