পূজায় শাড়ির সঙ্গে চুলের সাজ
পূজা মানেই লাল পাড়ের সাদা শাড়ি। আর তাই শাড়ির সঙ্গে মনের মতো চুলের সাজ না হলে কী চলে। চুলে অনেক ধরনের সাজ দিতে পারেন। তবে শাড়ির সঙ্গে এ গরমে খোঁপা বাঁধা যেমনই হবে আরামদায়ক তেমনই দেখতেও কিন্তু মন্দ লাগবে না।
অনেকেই মনে করেন চুলের খোঁপা বাঁধা খুব কঠিন কাজ। তাদের জন্য আজকের এ আয়োজন। আসুন জেনে নেই কিভাবে বাঁধবেন চুলের খোঁপা।
খোঁপা বাঁধা
পূজার আগের রাতে নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ভালোভাবে চুলে লাগান। এরপর সকালে গোসল সেরে চুল শুকিয়ে নিতে হবে। চিরুনি দিয়ে চুলের সামনের অংশে একটা সিঁথি করতে হবে। আগে থেকেই সামনের অল্প কয়েকগুচ্ছ চুল যদি কাটা না থাকে তবে লেয়ার করে কেটে নিতে হবে। এরপর সামনের অংশের চুলগুলি নিয়ে ফুলিয়ে কাঁকড়া ব্যন্ড অথবা শক্ত ক্লিপ দিয়ে লাগিয়ে নিতে হবে। পরে পিছনের অংশের চুলগুলো নিয়ে একটি খোঁপা বাঁধুন। শাড়ির রঙের সাথে মিলিয়ে দুটি ফুল বাম পাশে লাগাতে পারেন। এবার সামনের অংশের চুলগুলিকে সুন্দরভাবে আঁচড়িয়ে নিন। ব্যাস হয়ে গেল খোঁপা।
মন্তব্য চালু নেই