কলারোয়া পৌর নির্বাচন: বিদ্রোহী প্রার্থী না হওয়ার ঘোষনা লাল্টুর

সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন পেতে পৌরসভার গোপিনাথপুর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
তিনি বলেন, দল যদি আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় তবেই আমি নির্বাচন করবো। তিনি কোন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না। আর এলাকার সন্তান হিসেবে আমি যাতে দলীয় মনোনয়ন পাই সেজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করি।
শনিবার সন্ধ্যায় পৌরসভার ৬নং গোপিনাথপুর ওয়ার্ড আ.লীগ কার্যালয়ের সামনে আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আ.লীগ নেতা আ.লীগ নেতা জাহাঙ্গীর কবির বাবলু, মাস্টার স্বপন কুমার মন্ডল, আলিমুর রহমান, আসাদুজ্জামান, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, গোপিনাথপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি আলফাজ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ফজলুর রহমান, আমানুল্লাহ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গাজী মফিজুল ইসলাম।



মন্তব্য চালু নেই