শিক্ষা নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সরকারীকরনের দাবীতে স্মারকলিপি প্রদান
বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক ও সকল প্রতিবন্ধীদের জন্য প্রণীত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০০৯ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সরকারীকরনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক নাজমুল আহসানের নিকট স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা বৃদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নাজমুল আহসান এ স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, “সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯ এর আওতাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত বৃদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক শিশুদের ৪৮ টি বিশেষ শিক্ষা বিদ্যালয়ের ৪৬২ জন শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি ২০১০ থেকে ১০০% মূল বেতন পাচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, আমরা প্রায় ৪ মাস পরপর বেতন পেয়ে থাকলেও অদ্যবধি উৎস ভাতা, বর্ধিত বাড়ীভাড়া, চিকিৎসা ভাতা, নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতি, অবসর কালীন সুবিধা পাইনি। বিধায়, বৃদ্ধি প্রতিবন্ধী, অটিষ্টিক ও সকল প্রতিবন্ধীদের জন্য প্রণীত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০০৯ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সরকারীকরনের জন্য বিনীত অনুরোধ করছি।” এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলীসহ বিদ্যালয়ের প্রতিনিধি দলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই