তাবেলার মরদেহ হস্তান্তর

রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে খুন হওয়া ইতালির নাগরিক তাবেলা সিজারের মরদেহ দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইতালীয় দূতাবাসের দুজন কর্মকর্তা ঢামেক হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতালের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. কাজী মো. আবু শামা মরদেহটি তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির একজন কর্মকর্তা ও গুলশান থানার এসআই সাব্বির রহমান এবং এসআই আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

এসআই সাব্বির রহমান জানান, মরদেহটি বুঝে নিতে ইতালি দূতাবাসের দুজন কর্মকর্তা বুধবার সকালে ঢামেকে আসেন। তারা হলেন- জিবালি ভ্যানি চিয়ানি ও বেনিল পাওলো নাটারু।

হোম বাউন্ড নামের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মরদেহটি ইতালি পাঠানোর ব্যবস্থা করেছেন দূতাবাসের কর্মকর্তারা।

এর আগে বুধবার সকালে তাবেলা সিজারের মরদেহ নিতে হোম বাউন্ডের একটি অ্যাম্বুলেন্স পৌঁছে ঢামেক হাসপাতালে।

মরদেহ নিতে আসা হোম বাউন্ডের ইনচার্জ ফিলিপ জানান, মরদেহ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে তাদের কার্যালয়ে গিয়ে সেখানে প্রয়োজনীয় কাজ শেষে আজ বুধবার রাতে ইতালির উদ্দেশ্যে রওনা হবেন।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ এর ৯০ নম্বর সড়কে ইতালির নাগরিক তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।



মন্তব্য চালু নেই