রাণীশংকৈলে জাতীয় স্যানিটেসন মাস উদযাপন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৩ অক্টোবর উপজেলা চত্তরে র্যলী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় স্যানিটেসন মাস ও একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের র্যালী উদযাপিত হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্তরে আলোচনা সভায় মিলিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – এম পি অধ্যাপক ইয়াসিন আলী ,ঠাক-০৩ ও এম পি সেলিনা জাহান লিটা,৩০১ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার,ও ওয়াস প্রোগ্রাম ব্রাকের জেলা ম্যানেজার মোঃ মোবাসেরুল আলম।
উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে আগত বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের স্যানিটেশনের মাধ্যমে সাবান দিয়ে হাত পরিষ্কার করার কৌশল শেখানো হয় এবং বক্তারা স্যানিটেসন সচেতনেতা শতভাগ করার ব্যপারে সকলকে উৎসাহিত করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ার জনাব সুজয় কর্মকার।
মন্তব্য চালু নেই