প্রধানমন্ত্রীকে ২ কোটি টাকা দিল ইসলামী ব্যাংক
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা দিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
গতকাল সোমবার গণভবনের ব্যাংকের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ’চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ ও ’আইসিটি সাসটেইনবেল অ্যাওয়ার্ড’ অর্জন করায় এদিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধি দল গণভবনে তাকে শুভেচ্ছা জানায়। এসময় ইসলামী ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ওই টাকার চেক হস্তান্তর করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খানসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই