ট্রেনে কাটা পরে নারী নিহত
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে রেল স্টেশনে মতিজা (৩৫) নামে এক নারী নিহত হয়েছে। ১১ অক্টোবর রবিবার সাড়ে ১০ টার দিকে এই মর্মান্তিক ঘটনা টি ঘটে।
পীরগঞ্জ থানার অফিসার ইর্ন্চাজ কে এম সৈকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঠাকুরগাঁও থেকে পাবর্তীপুর গামী সেভেনাপ ট্রেনে কাটা পরে মতিজা বেগম নামে এক নারী মারা যান। জানা গেছে কাটা পরা মহিলাটির বাড়ি বেগুনগাঁও গ্রামে।
মন্তব্য চালু নেই