গ্যাস পাইপ বিস্ফোরণে তিন সন্তানসহ মা দগ্ধ
রাজধানীর উত্তরার আশকোনার একটি বাসায় গ্যাসপাইপ বিস্ফোরণে মা-সন্তানসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। এদের মধ্য দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রেহানা বেগম, তার ছেলে রেদোয়ান ও নিলয়, মেয়ে আফসানা আক্তার এবং গৃহকর্মী সখিনা বেগম।
জানা গেছে, রবিবার সকালে সখিনা বেগম নাশতা তৈরির জন্য চুলা জ্বালাতে গেলে লিকেজ গ্যাসপাইপটির বিস্ফোরণ ঘটে।আগুনে সখিনা অগ্নিদগ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধারে এগিয়ে এলে তারাও দগ্ধ হয়। পরে তাদেরকে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
দগ্ধদের মধ্যে রেহেনা আকতারের শরীরের ৫০ শতাংশও গৃহকর্মী সখিনার ৪৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে ঢামেকের প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন।
মন্তব্য চালু নেই