সাতক্ষীরায় যৌতুকের দাবীতে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যা

সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধু রাফিজা খাতুনকে (৩৫) শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী খোকনকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, নিহতের নাম আটক স্বামীর নাম খোকন বাবুর্চি। তার বাড়ি বাঁকাল ইসলামপুর এলাকায়। নিহতের বোন সানজিদা খাতুনের অভিযোগ, বিয়ের পর যৌতুকের দাবিতে তার বোনকে প্রায়ই মারধর করতেন তার ভগ্নিপতি। যৌতুকের টাকা না পেয়ে ভোরে তার বোনের গলায় দড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এর পর তড়িঘড়ি করে তার বোনকে দাফন করার চেষ্টা করা হয়। তার বোন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তিনি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই