সাংসদ লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মঞ্জুরুল ইসলাম ওরফে লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সরকার কোনো অন্যায়কারীকে আশ্রয় দিচ্ছে না। অন্যায়কারী যেই হউক না কেন তাকে আইনের আশ্রয় আসতে হবে।

রবিবার প্রধানমন্ত্রী গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিদেশে থাকলেও যখন সাংসদের অপকর্মের খবর পেলাম, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

গত ২ অক্টোবর সাংসদের গুলিতে আহত হয় চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত। তাকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সও আটকে দিয়েছিল সাংসদের সমর্থকেরা। শাহাদাতের পরিবার থাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে।

সে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতো শুক্রবার সকালে চাচা শাহজাহান আলীর সঙ্গে হাঁটতে বেরিয়েছিল শাহাদাত। সকাল পৌনে ছয়টার দিকে বাড়ির পাশে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কে ব্র্যাক মোড় এলাকায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।



মন্তব্য চালু নেই