৭ ঘণ্টা বিলম্বে প্রথম ফিরতি ফ্লাইট
৭ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে অবতরণ করলো প্রথম ফিরতি হজ ফ্লাইট। জেদ্দায় কিছু জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে প্রথম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করতে পারেনি। বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটও ৪শ হাজি নিয়ে ঢাকায় পৌঁছেছে।
জানা গেছে, ৩ শতাধিক হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল সাড়ে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সৌদি আরব থেকে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে অবতরণ করার কথা ছিল।
এদিকে বিলম্বের কারণে আজ সবগুলো ফ্লাইটের শিডিউল পরিবর্তন করতে হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে হাজিদের স্বজনদের। অনেকে সকাল থেকে গাড়ি নিয়ে অপেক্ষা করছেন স্বজনদের নিয়ে যাওয়ার জন্য। হাজিদের নিয়ে যেতে বিমানবন্দরের বাইরে বেশ কয়েকটি গাড়ি অপেক্ষা করছে সকাল থেকে।
তবে মক্কা ও মিনায় দুর্ঘটনার পর হাজিরা যে জীবন নিয়ে ফিরে আসতে পেরেছেন তাতেই খুশি তাদের স্বজনেরা। হাজিদের নিয়ে বিমানের ফ্লাইট আগামী ২৮ আক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
১ লাখ ৭ হাজার ২৯০ হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা- জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ হজযাত্রী বহন করবে। এরমধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে। বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ালাইন্স ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা- জেদ্দার মধ্যে সরাসরি ১৫২টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৫৪ হাজার ৮৪৫ হজযাত্রী বহন করে।
মন্তব্য চালু নেই