মিনার দুর্ঘটনায় ১০ বাংলাদেশী নিহত

মিনার দুর্ঘটনায় ১০ বাংলাদেশীর নিহতের খবর নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

সচিবালয়ে সোমবার ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. বোরহান উদ্দিন উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।

ওই ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৯৮ জন। লাশ আনার বিষয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। নিহতদের আত্মীয়-স্বজনের সিদ্ধান্তের পর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান এ যুগ্ম-সচিব।

মিনায় ২৪ সেপ্টেম্বরের ওই ঘটনায় মৃত হাজির সংখ্যা বেড়ে ৭৬৯ জনে দাঁড়িয়েছে। হজ পালনকালে ২৫ বছরের মধ্যে ভয়াবহতম ওই দুর্ঘটনায় ৯৩৪ জন হাজি আহত হয়েছেন।

এত হতাহতের পরও ওই ঘটনায় কোন দেশের কতজন হাজি নিহত বা আহত হয়েছেন, তা সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। এখন পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে, তার পুরোটাই এসেছে সংশ্লিষ্ট দেশগুলো থেকে।



মন্তব্য চালু নেই