ইডেন ম্যাচের টিকিটে ডালমিয়াকে শ্রদ্ধার্ঘ্য
দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রতিটি ম্যাচ কেন্দ্রের টিকিট একইরকম দেখতে হবে। এমনই নির্দেশ ছিল বোর্ড। সেইমতো টিকিটের নকশাও পাঠিয়ে দেওয়া হয়েছে আয়োজক সংস্থাগুলির কাছে। যে তালিকায় নাম ছিল কলকাতার ইডেন গার্ডেনেরও।
কিন্তু জগমোহন ডালমিয়ার প্রয়াণে সেই নিয়মের আওতার বাইরে রাখা হচ্ছে ক্রিকেটের নন্দনকাননকে। সদ্য প্রয়াত সভাপতিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে ৮ অক্টোবর ইডেন ম্যাচের টিকিটের ডানদিকে ডালমিয়ার ছবি রাখা হয়েছে। সঙ্গে লেখা, ‘আমাদের শ্রদ্ধার্ঘ্য’।
শনিবার নতুন টিকিটের নকশা সি এ বি কর্তাদের হাতে চলে এসেছে। সি এ বি চূড়ান্ত অনুমোদন দিলেই ছাপার কাজ শুরু হবে।
সূত্রঃ আজকাল (কলকাতা)
মন্তব্য চালু নেই