অনিশ্চয়তার মধ্যেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের অনুশীলন ক্যাম্প

ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা সংবাদ বিজ্ঞপ্তি, ব্যস সব ওলটপালট! বাংলাদেশে সফর করার ঠিক দুইদিন আগে জানানো হলো, নিরাপত্তাজনিত ঝুঁকিতে নির্ধারিত সময়ে আসবে না অস্ট্রেলিয়া। তারপর থেকেই কানাঘুষা চলতেই আছে। তারপরেও থেমে নেই বাংলাদেশ দল। পূর্বঘোষিত দিন অনুযায়ীই শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প।

২৮ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডয়ামে অনুষ্ঠিত হবে অনুশীলনের প্রথম দিন। এর আগে আজ(২৭ সেপ্টেম্বর) পর্যন্ত ঈদের ছুটি দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে।

এরই মধ্যে ঢাকা ফিরেছেন দলের প্রধান কোচ চান্ডিকা হাতুরুসিংহে।

কথা ছিলো, বাংলাদেশের অনুশীলনের প্রথম দিনেই ঢাকা পৌঁছবে অজিরা। ওইদিন থেকেই মিরপুরে টানা চারদিন অনুশীলন শেষে তিন অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

কিন্তু অজিদের পক্ষ থেকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফরের অনিশ্চয়তা দেখা দিয়েছে এরই মধ্যে। তবে আশার কথা, আজই(রবিবার) বিসিবির নিরাপত্তা ব্যবস্থা দেখতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া প্রতিনিধি।



মন্তব্য চালু নেই