যুগ্ম সচিবের মেয়ের বিষপানে আত্মহত্যা

রাজধানীতে এক যুগ্ম সচিবের মেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মেয়েটির নাম প্রমিথি রহমান। বয়স আনুমানিক ২৫। মা আলম আরা রহমান। বাবা মাহবুবুর রহমান। মা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলে জানা গেছে।

প্রমিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

রমনা সরকারি স্টাফ কোয়ার্টার তমাল ভবনের দ্বিতীয় তলায় থাকতেন তারা।

শনিবার রাত ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে মেয়েটি বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই