গরুর হাট দেখতে দেখতে হেলিকপ্টারে চেপে বাড়ি গেলেন পরীমণি
ঢালিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী পরীমণি। তার কোনো ছবি মুক্তি পাওয়ার আগেই হল মালিকদের সঙ্গে চুক্তি হয়ে যায়।
বাংলা চলচ্চিত্রে পা দেয়ার পর সবসময়ই আলোচিত এ তারকা। গত রমজানের ঈদে পৌনে ২ লাখ টাকা সালামি পেয়ে আলোচনায় চলে আসেন তিনি।
কোরবানির ঈদের আগেই অন্যভাবে আলোচনায় এলেন এই অভিনেত্রী। ঈদুল ফিতর ঢাকায় উদযাপন করলেও কোরবানির ঈদ উদযাপন করবেন দেশের বাড়ি বরিশালে।
ঈদ উদযাপন করতে হেলিকপ্টারে চেপে বাড়ি গেলেন তিনি। আজ বুধবার পরীমণি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, আকাশ পথে গরুর হাট দেখতে দেখতে এলাম।
এবারের জার্নিটা সারাজীবন মনে থাকবেও বলে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্যদিয়ে রুপালি পর্দায় অভিষেক পরীমণির। এখন কাজ নিয়ে প্রচুর ব্যস্ততা যাচ্ছে তার। এরই ফাঁকে ঈদ উদযাপন করতে হেলিকপ্টারে চেপে নিজ গ্রামে উড়ে গেলেন পরীমণি।
মন্তব্য চালু নেই