দক্ষিণ এশিয়ার মধ্যে চতুর্থ সামরিক শক্তিধর রাষ্ট্র বাংলাদেশ
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে চতুর্থ সামরিক শক্তিধর দেশ। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ৩৩ টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১৮। আর বিশ্বের ১২৬ টি দেশের তুলনায় সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৫৩।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের উপরে অবস্থান করছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার। দেশ তিনটির অবস্থান যথাক্রমে ৪, ১৭ ও ৪৪।
সামরিক শক্তির ভিত্তিতে ‘গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)’ নামের একটি ওয়েবসাইট মার্কিন গোয়েন্দা দফতর সিআইএ’র প্রতিবেদনের ভিত্তিতে এই ১২৬ টি দেশের তালিকা প্রকাশ করেছে।
তালিকায় এক নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সবার শেষে অর্থাৎ ১২৬ তম অবস্থানে আছে সোমালিয়া। যুক্তরাষ্ট্রের পরই অাছে রাশিয়া এবং এরপর চীন।
মন্তব্য চালু নেই