ধূমপানের সাথে ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে, বলছে গবেষকরা

গবেষণা বলছে, যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তাদের দীর্ঘমেয়াদে টাইপ-২ ডায়াবেটিস হবার ঝুঁকি হ্রাস পেয়েছে। প্রায় ষাট লাখ মানুষের উপরে চালানো এক সমীক্ষার ফলাফলে এই তথ্য পাওয়া যাচ্ছে।

গবেষণায় দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিসের সাথে ধূমপানের এক ধরণের সম্পর্ক রয়েছে। তবে এই সম্পর্ক যদি প্রমাণ করা যায় তাহলে ধূমপান বিরোধী আন্দোলন বিশ্বজুড়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ধরণের প্রভাব ফেলবে।

আন্তর্জাতিক গবেষকদের একটি দল ধূমপান ও ডায়াবেটিস বিষয়ক ৮৮টি সমীক্ষা বিশ্লেষণ করে দেখতে পেয়েছেন, যারা এখন ধূমপান করছেন তাদের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। একজন অধূমপায়ীর চাইতে প্রায় দেড় গুণ বেশী।

এই গবেষণার ভিত্তিতে ডায়াবেটিস রোগের একটি কারণ হিসেবে ধূমপানকে উল্লেখ করবার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটি অব গ্লাসগোর অধ্যাপক নাভিদ সাত্তার। তিনি বলেন, যেমনটি আমরা হৃদরোগ, ক্যান্সার ইত্যাদির কারণ হিসেবে ধূমপানের কথা উল্লেখ করি। ঠিক তেমনটি ডায়াবেটিকের ক্ষেত্রেও তাদের এটি উল্লেখ করা উচিত।



মন্তব্য চালু নেই