বলিউডে ফিরছেন যৌনকর্মী অভিনেত্রী!
যৌন ব্যবসার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। তিনি ফের বলিউডে ফিরছেন বলে জানা গেছে।
পুলিশের কাছে ধরা পড়ার পর শ্বেতা বলেছিলেন, নিতান্ত পেটের দায়েই তিনি ওই পেশা বেছে নেন।
জানা গেছে, পরিচালক হনশল মেহেতা তাকে ছবিতে নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। তিনি টুইটারে জানিয়েছেন, শিগগিরিই শ্বেতাকে কাজের সুযোগ দেবেন।
হায়দরাবাদের একটি গণিকালয় থেকে গত ৩১ আগস্ট গ্রেপ্তান হন শ্বেতা।
২০০২ সালে ‘মাকড়ি’ ছবিতে দ্বৈত ভূমিকায় অভিয়ন করে সেরা শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পান এ অভিনেত্রী। এছাড়া ‘ইকবাল’ ছবিতেও অসাধারণ অভিনয় করেন। ২০০৬ সালে ‘ডরনা জরুরি হ্যায়’ ছবিতেও কাজ করেন তিনি। এছাড়া তেলেগু ছবিতেও নায়িকার ভূমিকায় দেখা যায় শ্বেতাকে।
মন্তব্য চালু নেই