মন্ত্রীত্ব না পেয়ে খন্দকার বেসামাল হয়ে পড়েছেন

আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক ও অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, ‘মন্ত্রীত্ব না পেয়ে একে খন্দকার বেসামাল হয়ে পড়েছেন।’

একে খন্দকারের লেখা ১৯৭১: ভেতরে বাইরে বইটি নিষিদ্ধ ও তার শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বলরাম। স্বাধীনতা পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

বলরাম আরও বলেন, ‘একে খন্দকার স্বাধীনতার সঠিক ইতিহাস না জেনে বই লিখেছেন। তার এই বই বাংলার মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি এই বইয়ে কিসের ইঙ্গিত দিয়েছেন ও কাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছেন তা বুঝতে আর বাকি থাকে না।’

তিনি বলেন, ‘স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাস একে খন্দকারের জানার কথা নয়। কারণ তিনি ছিলেন পাকিস্তানের সেনা বাহিনীর কর্মচারী। বাঙালী জাতি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে।

অবিলম্বে এ বই নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলরাম বলেন, ‘একসময় যারা একে খন্দকারকে শ্রদ্ধার চোখে দেখতেন, বইটি লেখার কারণে তারা এখন খন্দকারকে পাকিস্তানের দালাল মনে করবেন।’

আয়োজক সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাবেক শাহজাহান আলম সাজু, সুরুজ আলম সুরুজ, সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।



মন্তব্য চালু নেই