৫ শতাধিক হজযাত্রীর ভিসা আছে টিকিট নেই

পাঁচ শতাধিক হজযাত্রীর ভিসা হয়েছে কিন্তু টিকিট না হওয়ায় তাদের হজ পালনে সৌদি আরবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

কয়েক দিন ধরে এ সব হজযাত্রী রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে অবস্থান করেও সৌদি আরবে যাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না।

সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকরা বলছেন, বিমান ভাড়া, সৌদি আরবে বাসা ভাড়াসহ আনুষঙ্গিক খরচের টাকা হাব অফিসে জমা দিয়েও টিকেট মিলছে না। এ কারণে হজযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তারাও হজযাত্রীদের চাপে আছেন।

এ ব্যাপারে হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শেখ আবদুল্লাহ বলেন, ‘যাদের ভিসা হয়েছে কিন্তু এখনো টিকিট হয়নি তাদের টিকিদের জন্য কাজ করছি। আজকের মধ্যে তারা যেতে পারবেন।’

সোমবার বাংলাদেশ বিমানের দু’টি ফ্লাইট আছে। আর এ দু’টিই বাংলাদেশ থেকে যাওয়া শেষ ফ্লাইট। বিকেল ৪টায় একটি অপরটি ৪টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের শেষ হজ ফ্লাইট।

এদিকে বেলা ১১টা পর্যন্ত হজ অফিসে সহকারী পরিচালক আসেননি। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারও দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে উচ্চমান সহকারী আবদুল আউয়াল বলেন, ‘স্যাররা সচিবালয়ে আছেন। সেখান থেকে কাজ শেষ করে আসবেন। তারাও শেষে ফ্লাইটে হজে যাবেন।’



মন্তব্য চালু নেই