নোয়াখালীতে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

‘সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন, সুখি স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই’ স্লোগানে নোয়াখালীতে চার দিনব্যাপী নোয়াখালী বিআরডিবিতে আয়কর মেলার উদ্বোধন হয়েছে। এর আগে গত বুধবার থেকে জেলার বিভিন্ন স্থানে মাইকিং, বেনার, ফেস্টুন দিয়ে মেলার প্রচারনা চালানো হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের কুমিল্লা কর অঞ্চলের উদ্যোগে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আলম সেলিম। সহকারী কর কমিশনার দিপল ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ভ্যাট এন্ড এক্সসাইজের সহকারী কমিশনার নিপুন চাকমা, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি ও কুমিল্লা অঞ্চলের দীর্ঘ মেয়াদী করদাতা হামিদ উল্যাহ, সাধারণ সম্পাদক এবিএম মহি উদ্দিন চৌধুরী, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য আবু জাফর মো. হারুন, চৌমুহনী আয়কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য রতন লাল সাহা, সাংবাদিক আকবর হোসেন সোহাগ প্রমুখ। মেলা কর্তৃপক্ষ জানান, দেশের উন্নয়নে ও সমৃদ্ধিতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত রাখতেই মূলত এই আয়কর মেলার আয়োজন করা হয়। শুরুর দিকে শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে এর সীমাবদ্ধতা ছিল বর্তমানে জেলা ও উপজেলাগুলোতেও মেলার আয়োজন করা হচ্ছে। মেলার মাধ্যমে সরকারের বিধি মোতাবেক আয়কর দেয়ার যোগ্যদের আয়কর প্রদানে উদ্বোদ্ধ করা হবে। একই সাথে এই মেলায় খুব সহজে আগ্রহীরা তাদের টিআইএন খুলতে ও রিটার্ন দাখিল করতে পারবে। মেলা ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে ২০ সেপ্টেম্বর জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান মেলা করা হবে।



মন্তব্য চালু নেই