ওমানে নিহত চার বাংলাদেশীর মধ্যে তিনজনের পরিচয় মিলেছে

ওমানের রাজধানী মাসকটের ইটিতে (Yitti) একটি নির্মাণাধীন এলাকায় ১৩ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় চার বাংলাদেশী প্রবাসী শ্রমিক নিহত হন। এ চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে।

এ ছাড়া ওই দুর্ঘটনায় আরও ৬ প্রবাসী শ্রমিক আহত হন। আহত বাংলাদেশী শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ওমানের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত চার বাংলাদেশীর মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন— লক্ষ্মীপুরের কমলনগরের চরপরগাছা গ্রামের শামসুল হকের ছেলে মোহাম্মদ শাজাহান, কুমিল্লার মুরাদনগরের পাকবালিঘর গ্রামের শুসান দাসের ছেলে শিবাস দাস এবং নোয়াখালী সদরের পূর্ব আজবারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সুমন।

ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার সবাই অবৈধভাবে দেশটিতে কাজ করছিল। মৃতদেহগুলো ওমানের মাসকট পুলিশ হাসপাতালে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সম্মতি সাপেক্ষে ওমানের স্থানীয় কবরস্থানে দাফন করা হবে অথবা মৃতদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে।



মন্তব্য চালু নেই